তারাকান্দায় খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার

২১

এম,এ,এস হুমায়ুন কবির,তারাকান্দাঃ মুজিববর্ষে করোনার স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় খাদ্যের নিরাপদতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। তারাকান্দা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ ভাবে এই সেমিনারের আয়োজন করে।

উক্ত খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনারে তারাকান্দা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আতিকুর রহমান ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড•মোঃ ফজলুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন ,

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম তালুকদার , উপজেলা ফুট অফিসার শহীদুল ইসলাম , প্রথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম , ইউপি চেয়ারম্যান , আব্দুল জব্বার , মশিউর রহমান রিপন ,

সেমিনারে বক্তারা বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মানুষের এখন খাদ্য নিয়ে দুশ্চিন্তা নেই। পর্যাপ্ত খাবারের পাশাপাশি খাবারের মান ও নিরাপত্তা নিয়ে সচেতন হতে হবে। মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমানের উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে আরো এগিয়ে নিতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।

মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাশাপাশি সকলকে সচেতন হয়ে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। খাদ্য মজুদ ও সংরক্ষণ, সঠিক মাত্রায় কীটনাশক ব্যাবহার, ফরমালিনযুক্ত খাদ্য আতঙ্ক সহ নানা ধরনের দিকনির্দেশনা মূলক বিষয় নিয়ে সেমিনারে আলোচনা করা হয়।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.