এম,এ,এস হুমায়ুন কবির,তারাকান্দা,ময়মনসিংহঃ ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশের হাতে আন্ত:জেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃত চুরচক্রের সদস্যরা যথাক্রমে মাদক ও চুরির দায়ে অভিযুক্ত ১৩ মামলার আসামি উপজেলার কান্দাপাড়া গ্রামের বাসিন্দা আ: রহিমের পুত্র সুমন মিয়া (২৫) এবং ময়মনসিংহ সদর উপজেলার কালীবাড়ির বাসিন্দা মৃত বাবুল মিয়ার পুত্র মাদক ও চুরির অভিযোগে ৪ মামলার আসামী জুয়েল মিয়া(৩৮)।
মাদক ও চুরির দায়ে ময়মনসিংহ জেলার বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে এসব মামলা রজু হয়েছে বলে জানা গেছে।
তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ২.৩০টায় উপজেলার ডৌহাতলী নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা থানা পুলিশের এসআই আব্দুস সবুর, এসআই পলাশ, এএসআই মামুন মিয়া, এএসআই মাহমুদ, এএসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স সহ এই অভিযান পরিচালনা করেন।
ধৃত চুরচক্রের সদস্যদেরকে রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামীদ্বয়ের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।