ইয়াছিন আলী,উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ী, জামালপুরঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঢাকা-তারাকান্দি মহাসড়কের পাশ দিয়ে বহমান নদী রক্ষা বাঁধের ভাঙ্গন দেখা দিয়েছে।
এলাকাবাসী জানান, বাঁধের প্রায় ১৬ মিটার এলাকাজুড়ে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে এলাকায় দেখা দিয়েছে চরম আতঙ্ক বিরাজ করছে।তাদের অভিযোগ নদী থেকে অবৈধভাবে ড্রেজার এর মাধ্যমে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের জন্য বাঁধের সিসি ব্লক ধসে গেছে। বাঁধটি ভেঙে গেলে মহাসড়কের কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে।
প্রশাসন এর আগেও কয়েকবার বালু উত্তোলনের মেশিন ধ্বংস করে দিয়েছিল কিন্তু তারা আবার অবৈধভাবে বালু উত্তোলনের ব্যবসা শুরু করে।
আগামী বর্ষার আগেই ধসের অংশ মেরামত না করলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এলাকাবাসী তারা আরো দাবি করেন এ বাঁধের ধসের অংশ যেন তাড়াতাড়ি মেরামতের উদ্যোগ নেওয়া হয়।