নীলফামারীর সৈয়দপুরে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোবারক হোসেন (৪৩) নামে এক অটোচালক নিহত হয়েছে
নিহত মোবারক হোসেন খুলনার খালিশপুর থানার আলমনগর গ্রামের মৃতঃ নিছার মিয়ার পুত্র।
আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামার সময় ওই দূর্ঘটনা ঘটে।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বিশ্বাস সিসি নিউজকে জানান, মোবারক হোসেনের শ্বশুড়বাড়ি সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ায়। সে ও তার শ্যালক বাপ্পীসহ এক আত্মীয়কে নীলসাগর ট্রেনে তুলে দেয়। এ সময় ট্রেন ছেড়ে দিলে মোবারক দ্রুত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে নীচে পড়ে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।