সিহাব হাছান শাসন,ডোমার উপজেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলায় প্রায় দুই মাস বন্ধ থাকার পর করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ‘কোভিড-১৯ টিকাদান’ ডেস্কে নিবন্ধনকৃতদের টিকা দেওয়া হয়। ‘সুরক্ষা’ ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে মোবাইলে বার্তা পেয়ে টিকা দিতে আসছেন সাধারণ মানুষেরা।
আজ সোমবার (১২ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকার ১ম ডোজ গ্রহণ করেন ৭৬ জন। এর মধ্যে পুরুষ ৪৫ জন ও মহিলা ৩১ জন। এর আগে ধাপে ধাপে ১ম ও ২য় ডোজে প্রায় আড়াই হাজার মানুষ টিকা গ্রহণ করেছিল।
আগে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরা নিবন্ধন করে টিকা গ্রহণ করতে পারছেন। এটি এখন কমিয়ে আনা হয়েছে। ৩৫ বছরের ব্যক্তিরা টিকা গ্রহণ করতে পারবেন। এখন থেকে ৩৫ বা তার বেশি বয়সী সবাই করোনার টিকা নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবে। নিবন্ধনের ক্রমানুসারে টিকা প্রদান করা হচ্ছে।