ডোমারে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

সিহাব হাচান শাসন,ডোমার, নীলফামারী প্রতিনিধিঃ

“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”—এই বজ্রকণ্ঠের শব্দগুচ্ছকে বুকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলার দামাল সন্তানেরা। একাত্তরের এইদিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দানে) সাত কোটি বাঙালির অধিকার ও মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

পরাধীন বাঙালির মুক্তির পথ দেখানো স্বাধীনতার মহান স্থপতির বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত ভাষণ প্রদানের ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে নীলফামারীর ডোমার উপজেলায় যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে আজ।

মঙ্গলবার (৭ই মার্চ) সকাল ৯টায় ডোমার উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পূবন আখতারের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটির শুভসূচনা হয়। এরপর একে একে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির জনককে শ্রদ্ধা জানান।

সকাল সাড়ে ৯টায় ডোমার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পূবন আখতারের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব অধ্যাপক করিমুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, ডোমার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোজাম্মেল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মানিক প্রমূখ।

পরে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.