ডুয়েট প্রতিনিধিঃ স্বাস্থ্যবিধি মেনে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) গত সেমিস্টারের স্থগিত হওয়া দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবন গুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ডীনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদীন জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধির ব্যাপারে খুব সর্তক ছিল। যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করণসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেই গত সেমিস্টারের স্থগিত হওয়া ফাইনাল পরীক্ষাটির আয়োজন করেছে। আগামী মাসে বাকি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারে বলেও জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদীন।
উল্লেখ্য, করোনা মহামারির কারণে ১৮ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় গত সেমিস্টারের শেষ পরীক্ষাটি নেওয়া সম্ভব হয়নি।