ডিমলায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

২৫

মাহমুদুল ইসলাম সোহাগ, ডিমলা প্রতিনিধিঃ ২১-ডিসেম্বর (সোমবার)বিকেলে ডিমলা থানা পুলিশের আয়োজনে থানা চত্ত্বরে ওপেন হাউজ ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিমলা থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের সভাপতিত্বে (ওসি-তদন্ত) সোহেল রানা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম, পিপিএম বার)।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার,(এমপি) উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার-ডিমলা-সার্কেল) জয়ব্রত পাল, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম (লিটন) প্রমুখ। উক্ত ওপেন হাউজ ডে উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পরিষদ সদস্য আব্দুল মতিন খান, সেলিম সরকার (লেবু) উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, ডিমলা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক সাংবাদিক বাদশা সেকেন্দার আলী (ভুট্টু) যুগ্ন আহবায়ক সাংবাদিক জাহাঙ্গীর আলম রেজা সহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ, ডিমলা থানার সকল পুলিশ অফিসার বৃন্দ । আলোচনা শেষে পুলিশ সুপার করোনা ভাইরাস বা (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব এড়াতে সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

0% LikesVS
100% Dislikes
Leave A Reply

Your email address will not be published.