ডিমলায় অটোভ্যান ছিনতাই

৪০

মাহমুদুল ইসলাম সোহাগ,ডিমলা, নীলফামারী:
১৯/১১/২০১০ ইং বৃহস্পতিবার রাত ৯;৩০ থেকে ১০;০০ টা নাগাত। পরিমল চন্দ্র রায় (পরি), গয়াবাড়ী(বাবুপাড়া) নামক এক অটোভ্যানচালক এর অটো ভ্যানে যাত্রীবেশে কয়েকজন ছিনতাইকারী কালির ডাঙ্গা ময়দানের পাড় থেকে ডাঃ পাড়া যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে । মাঝপথে তারা ভ্যানচালক পরীকে প্রচন্ড আঘাত করে অটো ভ্যান, মোবাইল, ও টাকা নিয়ে পালিয়ে যায় ।

ভ্যানচালক পরী এখন ডিমলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে।এ ঘটনায় এখনো পর্যন্ত ডিমলা থানায় কোন মামলা করা হয় নি।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.