ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলনের ডাক বাপছাপের

৫০

মেহেদী হাসান লিমনঃ

করোনা মহামারীতে যখন সারা বিশ্ব অস্হির সারা বিশ্ব স্তব্ধ তখন দেশের সরকার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিপাকে।

এরই মধ্যে সরকার মাধ্যমিক কে অটো পাস সহ বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিয়েছে।

কিন্তু দেশের কারিগরি শিক্ষা নিয়ে কোন কথা নেই।

তারই ধারাবাহিকতায় দেশের কারিগরি শিক্ষার সর্ববৃহত সংগঠন বাংলাদেশ পলিটেকনিক ছাত্র পরিষদ আগামী ১৫ নভেম্বর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনায় আন্দোলন সহ আগামী দিনে কারিগরি শিক্ষার মান নিয়ন্ত্রনে সরকার সহ সকল কর্তৃপক্ষের নিকট সুপারিশ জানানো হয়।
আলোচনা সভা থেকে সরকার কে তিন দফা দাবি সহ ৭২ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।
১.অবিলম্বে ২য়,৪র্থ,৬ষ্ঠ সেমিষ্টারের দ্রুত সিদ্ধান্ত দিতে হবে।
২.৮ম পর্বের সিদ্ধান্ত জানাতে হবে।
৩.১ম,৩য়,৭ম পর্বের ক্লাস চালু করতে হবে এবং সেশন জট রোধে সরকারকে পদক্ষেপ গ্রহন করতে হবে।
এমনঅবস্হায় কোন সিদ্ধান্ত না আসায় বাংলাদেশ পলিটেকনিক ছাত্র পরিষদের জরুরী ভার্চুয়াল মিটিং এ দেশের বিভিন্ন নেতৃবৃন্দের উপস্হিতিতে আগামী ২২-১১-২০২০তারিখে সারা দেশে আন্দোলনের ডাক দেয়া হয় এবং সকল শিক্ষার্থীদের অংশগ্রহনের আহ্বান জানানো হয়।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.