আশরাফ মোমেন,ডেস্ক রিপোর্টঃ নারায়ণগঞ্জে ট্রেন থামিয়ে ঝালমুড়ি ক্রয় চালকের । সোমবার রাতে সোশাল মিডিয়ায় এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে তোলপাড় হয়। তবে মঙ্গলবার সেই ট্রেনের চালক কে ছিলেন সে ব্যাপারে কোনো তথ্য দিতে চাননি নারায়ণগঞ্জ রেলস্টেশনের কোনো কর্মকর্তা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়- নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন থামিয়ে ট্রেনের চালক শহরের অদূরে উকিলপাড়া এলাকার রেললাইনের পাশে বসা এক নারী বিক্রেতার কাছ থেকে ঝালমুড়ি সংগ্রহ করছেন।
ঝালমুড়ি কেনার ব্যাপারটি নিয়ে নারায়ণগঞ্জ স্টেশনের বর্তমান মাস্টার কামরুল ইসলাম জানান, যদি ট্রেন থামিয়ে ঝালমুড়ি খেয়ে থাকে, তাহলে খুব খারাপ কাজ করেছে। আমি খবর নিচ্ছি, কে করেছে। প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।