মোঃ ফরিদুল ইসলাম,ভূঞাপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের সদরের ঘারিন্দা রেল ক্রসিং এর দক্ষিন পার্শে ট্রেনে কাটা পড়ে মুন্নি আক্তার নামে এক নারী নিহত হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাহিন মিয়া এ তথ্যটি নিশ্চিত করেছেন।
ঘারিন্দা রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাহিন মিয়া জানান, ঢাকা থেকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। রেল পুলিশ গিয়ে নিহত নারীর লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মুন্নি আক্তার উপজেলার সোনালিয়া গ্রামের মজনু মিয়ার মেয়ে।