মোঃ ফরিদুল ইসলাম,ভূঞাপুর,টাঙ্গাইলঃ টাংগাইল জেলার ভূঞাপুর উপজেলার গাবসারা,গোবিন্দাসী,মাটিকাটা, সিরাজকান্দী সহ আরো অন্যোন্য এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলার গাবসার ইউনিয়নের ক্ষতিগ্রোস্ত লোকজনেরা। সোমবার জুংগিপুর রুলিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সোহরাব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সোহরাব আলী প্রমুখ। অঅবৈধভাবে বালু উত্তলনের ফলে নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে অসংখ্য বসত বাড়ী।
বক্তারা যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের জোরদার দাবি জানান। এভাবে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে পরবর্তিতে কঠোর কর্মসুচি দেয়ার ঘোষণা দেওয়া হয়।
কয়েকদিন আগে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন অভিযান পরিচালনা করে।যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কয়েকটি বাংলা ডেজার ধ্বংস করেছে।
নির্বাহী অফিসার মোছা.নাসরীন পারভীন বলেন যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।