মোঃ হাসান ইমাম,টঙ্গী :
গাজীপুর সিটিকর্পোরেশনের ৪৮নং ওয়ার্ড এর দত্তপাড়া এলাকার একটি শাখা রোড এই মওলানা ভাসানী সড়ক।এটি নির্মাণ করার জন্য এলাকাবাসীকে তাদের ঘর বাড়ি ভেঙ্গে দিতে বলা হয় ২০১৯ সালে। এলাকাবাসী সিটিকর্পোরেশনের প্রতি সম্মান দেখিয়ে বাড়িঘর ভেঙ্গে দেয়।এরপর হোসেন এন্টারপ্রাইজ ঠিকাদারি সূত্রে কাজ শুরু করলেও তারা ঠিকমতো কাজ করেনি।
গত২ বছরও তারা ড্রেন এর কাজ শেষ করতে পারেনি।এরফলে ভোগ করতে হচ্ছে এলাকাবাসীকে সীমাহীন দূর্ভোগ।বর্ষা মৌসুমে সড়কটি জলাবন্ধ হয়ে থাকছে।যার ফলে মানুষে চলাচল করতে পারছে না।ড্রেন এর জন্য মাটি খনন করার কারণে অনেকের বাড়িঘর ঝুঁকির ভিতর আছে।এই সড়কে বৈদুতিক ট্রান্সমিটারের একটি খুঁটি রয়েছে।যেটি একদিকে হেলে আছে এবং এটিকে বাঁশ দিয়ে হেলেনা দিয়ে রাখা হয়েছে।এটি যেকোন সময় পরে যেতে পারে।এই সড়ক নিয়ে মানুষ খুব কষ্টের ভিতরে আছেন।এলাকাবাসীর একটাই দাবি যাতে সড়কটি তাড়াতাড়ি সংস্কার করা হয়।