টঙ্গীতে বিএনপির দুই নেতা গ্রেপ্তার ।

 

গাজীপুর জেলা প্রতিনিধি, জাকারিয়া আল ফয়সাল । টঙ্গীতে নাশকতার অভিযোগে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম লস্কর (৪২) ও কর্মী আনোয়ার হোসেন (৪৫)।

পুলিশ জানায়, নাশকতার অভিযোগের মামলার তদন্তে গ্রেপ্তারকৃতদের সম্পৃক্ততা পাওয়ায় তাদের টঙ্গীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হবে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.