বিনোদন ডেস্কঃ
ভারতীয় অভিনেত্রী ও জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস কর্ণাটকের সাবেক প্রতিযোগী জয়শ্রী রামাইয়া মারা গেছেন। বেঙ্গালুরুর বাসা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বেঙ্গালুরু পুলিশের সূত্র জানিয়েছে,এই অভিনেত্রী আত্মহত্যা করেছেন। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ২০২০ সালের ২২ জুলাই ফেসবুকে তিনি লিখেছিলেন চলে গেলাম বিদায় ফালতু পৃথিবী আর নচ্ছার হতাশা।যদিও পরে তিনি এই স্ট্যাটাস মুছে ফেলেছিলেন। ধন্যবাদ জানিয়ে বলেছিলেন,আমি ভালো আর নিরাপদ আছি। ভালোবাসি তোমাদের। কর্ণাটকে বিগ বস তৃতীয় মৌসুমের প্রতিযোগী ছিলেন জয়শ্রী। ২০১৭ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। উপ্পু হুলি খারা নামের ওই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মালশ্রী।ব্ল্যাক নামে তিনি আরেকটি ছবি করেছিলেন। ভারতের বিনোদন অঙ্গনে গত বছর বেশ কয়েকজন অভিনয়শিল্পী আত্মহত্যা করেছেন। এ বছরের শুরুতেই ঘটল কর্ণাটকি অভিনেত্রীর আত্মহত্যার ঘটনা। ২০২০ সালের সবচেয়ে আলোচিত আত্মহত্যার ঘটনাটি ছিল সুশান্ত সিং রাজপুতের। আগস্টে আত্মহত্যা করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সমীর শর্মা। তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর। সেপ্টেম্বর মাসে হায়দরাবাদের নিজ বাসভবনে আত্মহত্যা করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় তেলেগু টিভি অভিনেত্রী শ্রাবণী কোন্দপল্লি। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৬ বছর। সে মাসেই মুম্বাইয়ের আন্ধেরির ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় অভিনেতা অক্ষতের মরদেহ। এ বছরের জানুয়ারি মাসে ২৬ বছর বয়সী এক অভিনেত্রী আত্মহত্যা করেন। জানুয়ারিতে মুম্বাইয়ের মীরা রোডের রয়্যাল নিউ হাউজিং সোসাইটির তৃতীয় তলায় ঝুলছিল অভিনয়শিল্পী সেজল শর্মার (২৬) মরদেহ। শুরুতে পুলিশ ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে লিপিবদ্ধ করে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। সেখানে লেখা ছিল,আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস।
ব্রেকিং নিউজ :
- ডুয়েটে ৬৬০ টি আসনের ভর্তি পরীক্ষা ১০ই সেপ্টেম্বর শুরু
- দশমিনায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে দোয়ার আয়োজন
- যশোরের শার্শায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন পালিত
- জামালপুরের বকশীগঞ্জ স্থলবন্দরে ভারতীয় ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত
- প্রথমবারের মত ভারতীয় ট্রায়াল জাহাজ আসল মোংলা বন্দরে
- জেলে নয় এমন ব্যক্তিদের বাদ দিয়ে জেলে তালিকা সংশোধন করা হবে
- দশমিনায় মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন
- 'কখন আসবে বাবা?'
- ডোমারে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ -২০২২ পালিত হয়
- বঙ্গবন্ধু রেল সেতুর মালামালের জাহাজ "এমভি উহইওন হোপ" মোংলা বন্দরে