৮ ডিসেম্বর ঝালকাঠি পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে,এক আলোচনা সভা ও জাতি র সূর্য সন্তান দের সম্মানা স্মারক প্রদান করেন ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি।
সংগঠনটির স্টেশন রোডস্থ নিজস্ব কার্যালয়ে ৮ ডিসেম্বর রাত ৮ঘটিকায় ঝালকাঠি পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠন এর সভাপতি বীর মুক্তিযোদ্বার সন্তান জনাব আসিফ শিকদার মানিক,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্বা জনাব নূর মোহাম্মদ জোমাদ্দার,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিয়াজ খান,
অত্র অনুষ্ঠানে মূল আলোচনা ছিল মুক্তিযোদ্ধার মুখে তার যুদ্বকালিন সময়ের ঘতে যাওয়া বাস্তব কাহিনী ও স্মৃতিচারন,
বীর মুক্তিযোদ্বা নূর মোহাম্মদ জোমাদ্দার কাঠালিয়া সেনাবাহিনীর ক্যাম্প আক্রমণ ও দখলের সেই সূর্যকাহিনী বর্ননা করেন।
অনুষ্ঠানে অতিথি সংগঠন হিসেবে বক্তব্য রাখেন B M S F ঝালকাঠি জেলার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু
ও স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা sss’র সিঃ সহ সভাপতি নজরুল ইসলাম নান্নু
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এ জি এম মিজানুর রহমান
এ একে এম মঞ্জুরুল ইসলাম,খান মোহাম্মদ আলমগীর,ইমান হোসেন বিমান,সুমন সমাদ্দার, আলী আসগর,জামাল মাঝী, সোহেল রানা,সিরাজুল সহ অনান্য নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা জাতীর সূর্য সন্তানদের গভীর শ্রদ্বার সাথে ৭১এর মহান মুক্তিযুদ্ধ ও তাদের অবদানের কথা স্মরন করেন।
পরে শহিদ মুক্তিযোদ্বা মোহাম্মদ আলী শিকদার ও নূর মোহাম্মদ জোমাদ্দার সহ অনান্য মুক্তি যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করেন।
সভাপতি র সমাপনী বক্তব্য ও জাতীর সূর্য সন্তান দের স্যালুট জানিয়ে সম্মান প্রদর্শন এর মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।