এইচ এম রিয়াজ খান,স্টাফ রিপোর্টারঃ ঝালকাঠি তে হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২০ গত ১২ডিসেম্বর শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২৪জানুয়ারি ২১পর্যন্ত।
এই তথ্য গত ১০ডিসেম্বর সাংবাদিকদের নিশ্চিত করেছেন ঝালকাঠি ভারঃ সিভিল সার্জন ডাঃ আবুয়াল হাসান।
শারিরিক দুরত্ব ও মাস্ক পরিধান সহ সকল সাস্থ্য বিধি মেনে চলছে হাম-রুবেলা নিয়ন্ত্রণে এই কার্যক্রম।
তবে সাধারণ জনগন বলছে পর্যাপ্ত প্রচারণা না থাকায় এই টিকার গুরত্ব সম্পর্কে মানুষ জানতে পারছেনা। তাই তারা তাদের শিশুদের এই টিকা দেয়ার ব্যাপারে অনেকটাই অসচেতন। তদের দাবী যাতে প্রচার প্রচারণা বাড়ানো যায় সেই লক্ষ্যে (ইপি আই) কর্তপক্ষের সঠিক পদক্ষেপ গ্রহন করবে।
১৯৭৯ সাল থেকে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগজনিত মৃত্যু ও পংগুত্বের হার কমিয়ে আনার লক্ষ্যে ই পি আই কাজ করে যাচ্ছে।