রিয়াজ খান,স্টাফ রিপোর্টারঃ ঝালকাঠিতে এক ইউ পি সদস্য কে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে,
১৮ফেব্রুয়ারী ২১তাং, বৃহস্পতিবার সকালে পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের তালুকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
পোনাবালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসানের উপরে হামলা চালিয়ে তাকে আহত করা হয়েছে।
আহত মেহেদী হাসান ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি সাংবাদিকদের জানান, রাজাপুর গ্রামের মতলেব ফরাজির ছেলে সোহেল ফরাজি বিভিন্ন সময়ে তার কাছে চাঁদা দাবি করত। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে তার অন্য দুই ভাই জুয়েল ফরাজি ও রুবেল ফরাজিকে সাথে নিয়ে ইউপি সদস্য মেহেদী হাসানকে মারধর করে । ইট দিয়ে বুকে ও কাচি দিয়ে মেহেদী হাসানের মাথা আঘাত করে সাথে থাকা ইট ও বালু বিক্রির নগদ ৯৮ হাজার টাকা ও স্বর্ণের একটি চেইন নিয়ে যায় সোহেল ফরাজি।
এর আগেও সোহেল ফরাজি ইউপি সদস্য মেহেদী হাসানের কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করেছে। এঘটনায় গত বছরের ২২ মে ঝালকাঠি থানায় সাধারণ ডায়েরি করেছিলেন ইউপি সদস্য মেহেদী হাসান। যার নম্বব ৭৩৬।
বর্তমানে মামলার প্রস্তুতি চলছে।