রিয়াজ খান,স্টাফ রিপোর্টারঃ
ঝালকাঠিতে ৪ নং পালবাড়ি পৌর ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক ও সাম্ভব্য কাউন্সিল প্রার্থী আজাদ রহমানকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।
১৭/০২/২১ তারিখ, আনুমানিক রাত ৯ টার দিকে আরদ্দার পট্টি এলাকার হরিসভা মন্দির মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
গুরুতর আহত অবস্থায় তার স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর থানায় নিয়ে আসা হলে, কারা তার উপরে এই সন্ত্রাসী হামলা চালায়, এবং তাকে কারা কুপিয়েছে তা কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছে।
পরে তাকে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা অতিস্বত্ত্বর হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশনা দেয়।
অবস্থা গুরুতর হওয়ায় আহত আজাদ(৪৭) কে, বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়েছে।
সন্ত্রাসী হামলায় দেশীয় সব অস্ত্র ব্যাবহার করে দুই পা এবং এক হাতের রগ কেটে দিয়েছে, চিকিৎসকের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে আহত আজাদ রহমানের পরিবার।
এ বিষয়ে সদর থানার ওসি খলিলুর রহমান জানান, অভিযোগে পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ঝালকাঠি সদর থানার ডিউটি অফিসার এএসআই সঞ্জয় বলেন আজাদ রহমানকে থানায় আনা হলে মৌখিক অভিযোগ শুনে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে কেহ লিখিত অভিযোগ করেনি।
তাৎক্ষনিক ভাবে আজাদ রহমান কে হাসপাতালে দেখতে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির,তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এর শুষ্ঠু বিচারে সহায়তার আশ্বাস দেন।