মোঃ জাহাঙ্গীর আলম শান্ত
রাস্তা গুলো চেটে খায় লাশ,
আর অভিমানীরা রং লাগায় রাস্তার গাছে,
গাছ তুমি অকুতোভয়,
বাঁচতে তুমার দাড়াতে হয়,
মানুষ বাঁচে ভজন রসে,
আপন সুখ কোন আকাশে?
কি হবে বেঁচে থেকে!
যদি এক ব্যাগ রক্তই না ঢালতে পারেন
অন্যের শরীরে!
শরীর গুনে দাম বাড়ে গণিকার,
গণিকা তুমি নারী পোড়াও!
নারী তুমি গনিকা হও!
পুরুষ তবে পণ্য লও ?
গনিকাদের সুখ পানির রং থাকতে নেই!
রক্ত ধর্মের সুর থাকতে নেই!
লেখকের বই থাকতে নেই!
কুকুরের লাজ থাকতে নেই!
মানুষের লোভ থাকতে নেই!
জরায়ু তাতে অপবিত্র মনে হয়।