জাল স্বাক্ষরে বিচার নিষ্পত্তির অভিযোগ ৫ জন গ্রেফতার |

অনন্ত সেলিম
জেলা প্রতিনিধি বগুড়া

বগুড়ায় বিচারকের সাক্ষর জাল করে মামলা নিষ্পত্তির অভিযোগে পেশকার ও পিয়ন সহ ৫ জন গ্রেফতার হয়েছে বলে জানাগেছে। বগুড়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সাক্ষর জাল করে অভিযুক্ত আসামীদের খালাসের আদেশ তৈরি করার অপরাধে বেঞ্চ সহকারী (পেশকার) ও জারীকারক সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ দিকে ঘটানর সাথে জড়িত মামলার অভিযুক্ত আরও চারজনকেও আসামী করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, বগুড়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মোঃ কামরুজ্জামান, জারীকারক এম এ মাসুদ, ওমেদার হারুন অর রশিদ সাজন, জেলা জজ আদালতের অবসরপ্রাপ্ত সেরেস্তাদার মোঃ আব্দুল মান্নান ও তাঁর পুত্র মোঃ আবু সাহেদ।
এমন হীন ঘটনার প্রেক্ষিতে বগুড়ার চীফ জুসিডিসয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনোগ্রাফার ও প্রশাসনিক কর্মকর্তা (ভারঃ) মোঃ মাকছুদুর রহমান বাদী হয়ে সোমবার বিকেলে বগুড়া সদর থানায় একটি এজাহার দাখিল করলে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদীর লিখিত অভিযোগ পেয়ে উক্ত আসামীদের বিরুদ্ধে পেনাল কোডের ২০১/২১৩/৪৬৬/৩৪ ধারা উল্লেখপূর্বক বগুড়া সদর থানায় একটি মামলা রেকর্ড করেছেন বলে জানাগেছে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.