সিফাতুল হাসান, উপজেলা প্রতিনিধি, ইসলামপুরঃ গতদিন ২ দিন যাবত জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে ঘন কুয়াশায় ডেকে যাচ্ছে সন্ধ্যা ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত।
এইদিকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন ১৫°সেলসিয়াস।
তেমন শীত না থাকলেও কুয়াশায় ঢেকে যাচ্ছে পুরো গ্রাম।
ঘর থেকে বাহিরে বের হলে মনে হয় টপটপ করে বৃষ্টির পানি পড়ছে। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে সামনে ১০ গজ পরের কিছু দেখা যায়না।
স্থানীয় সূত্রে জানা যায়,এই ঘন কুয়াশার কারণে যমুনার চরে ফসলের নানাবিধ সমস্যা সৃষ্টি হয়। সমস্যা তৈরি হয় যানবাহন চলাচলে। এই শৈত্য প্রবাহ কতদিন থাকবে তার নির্দিষ্ট কোনো সময় কারো জানা যায়। মরিচ চাষী মোহাম্মদ শাহীন আলম বলেন,এইবার ঘন কুয়াশার জন্য তাদের মরিচের চাষাবাদে অনেক ক্ষতি হচ্ছে। তিনি বলেন কুয়াশার জন্য মরিচের ফুল ঝড়ে যাচ্ছে যার ফলে মরিচ কম ধরছে।
এলাকাবাসী মনে করছে এভাবে শৈত্যপ্রবাহ যদি আরো কিছুদিন থাকে তাহলে এই এলাকায় আরো নানাবিধ সমস্যা সৃষ্টি হবে বলে জানা যায়।