মেহেদী হাসান, জেলা প্রতিনিধি,জামালপুরঃ জামালপুরের অদূরে বকশীগঞ্জ উপজেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত ২টি মর্টারসেল উদ্ধার এবং পুলিশের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ টিম নিষ্ক্রিয় করেছে।
জানা যায়, বকশীগঞ্জ থানার সামনে গত ৫ জানুয়ারি বিকালে পুলিশের ডিএমপির ইন্সপেক্টর আজিজুল হক ও বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে বিশেষজ্ঞদল মর্টারসেল ২টি নিষ্ক্রিয় করেন।
শফিকুল ইসলাম সম্রাট (বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ) জানান, ৯ মাস পূর্বে বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর গ্রামে মাটির নিচ থেকে মর্টারসেল ২টি উদ্ধার হয়েছিল। বিশেষজ্ঞ টিমে ধারণা জানান, মর্টারসেল ২টি বিশ্বযুদ্ধ বা ৭১ এর মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে।
স্থানীয় এলাকাবাসী জানান, ৭১ এর মুক্তিযুদ্ধে বকশিগঞ্জ যেহেতু একটি অন্যতম শক্তিশালী ঘটি ছিলো এবং মর্টারসেল ২টি অনেক পুরনো তাই এটি মুক্তিযুদ্ধের হতে পারে। অনেকের ধারনা এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও হতে পারে।