মেহেদী হাসান, জেলা প্রতিনিধি, জামালপুরঃ “শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এই প্রকল্পে জামালপুর জেলার বকশিগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়নে পাহাড়ি জনপদে টিলাপাড়া গ্রামে ১৮ টি পরিবারে মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।
জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালনা বোর্ডের সাবেক সচিব জনাব মো: মেসবাহ উল হক তুহিন “দৈনিক সাহসী কন্ঠ” কে জানান, মাননীয় এমপি আলহাজ্ব আবুল কালাম আজাদ মহোদয়ের নির্দেশ মোতাবেক আজ উপজাতিদের দূর্গম জনপদে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
সেখানে উপস্থিত ছিলেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জনাব প্রকৌশলী জনাব মোহাম্মদ আলমগীর, নির্বাহী প্রকৌশলী জনাব শেখ আহম্মেদ, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মো:মেসবাহ উল হক তুহিন, বকশিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম জনাব আখতারুজ্জামান, ধানুয়া কামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা, উপজাতি জনগুষ্ঠীর ফাদার শেখর পেরেরা।
তিনি আরও বলেন এক মাসের কম সময়ে লাইন নির্মাণ শেষে সংযোগ দেওয়া হয়। দূর্গম পাহাড়ি জনপথ হওয়ায় তারা অনেক কষ্টে জীবন-যাপন করতো। এখন ঘরে ঘরে বিদ্যুৎ পাওয়ার কারনে তাদের জীবনে অনকেটা সস্থি নেমে এসেছে। এতে উপজাতি সম্প্রদায় খুবই খুশি।
স্থানীয় বাসিন্দা মোঃ ইকবাল মাহমুদ ” দৈনিক সাহসী কন্ঠ”কে বলেন বিদ্যুৎ না থাকায় ছেলে-মেয়েদের লেখা-পড়ার সহ বিভিন্ন কাজে আমাদের অনেক অসুবিধায় পড়তে হতো। কিন্তু এখন বিদ্যুৎ পাওয়ায় সেই সমস্যা দূর হয়ে গেলো।
অতি দ্রুত আলোর মুখ দেখতে পেয়ে তারা উপজাতীয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে এলাকার বাসিন্দাদের মাঝে আনন্দ ও প্রফুল্লতা বিরাজ করছে।