আবদুল্লাহ আল নোমান, বার্তা সম্পাদক
শিরোনামটি রহস্যময়ী। শিরোনামের হাকীকত খোলাসা
করবো আপনাদের মাঝে।
চলতে চলতে কোন এক মোহনায় গিয়ে আমরা সবাই থেমে যাবো। আর এ কথা আমরা সবাই জানি। যার জীবন আছে তার মৃত্যুও আছে।
আজ জুমার নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হচ্ছি, তখন একটি লিফলেট পেলাম।
আমি প্রথমে লিফলেট এর শিরোনাম বুঝতে পারলাম না।
আর যখন গভীরভাবে চিন্তা করলাম তখন আমি নিজেই অবাক হয়ে গেলাম। শিরোনামে লেখা ” একটি বাড়ি বিক্রি হচ্ছে “।
আসলেই এ বাড়ি সে বাড়ি নয়, এ বাড়ি পরকালের বাড়ি, যেখানে আামাদের সবার যেতে হবে।
বাড়ির নাম : জান্নত
বাড়ির চাবি : নামাজ
ঘর নির্মাণ : স্বর্ণ ও রুপার ইট দ্বারা
মূল্য : আল্লাহর প্রতি ঈমান আনা ও শিরক থেকে বেচে থাকা।
একমাত্র খরিদ করতে পারবে মুওাকী।
“খেদমতে খালক ফাজিল মুন্সিপাড়া যুব সমাজ ” নামে একটি সংগঠন এরকম ব্যতিক্রমী ধরনের কাজ নিয়ে এগিয়ে আসছে।
মহান আল্লাহ এই যুব সমাজ কে কুবল করুন।
সাহাসী কন্ঠ সব সময় এই ধরনের ব্যতিক্রমী কাজের সাথে থাকবে ( ইনশাল্লাহ)