মো: আল-আমিন সরকার,ঢাকাঃ দেশের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয় ২৮টি বিভাগে। স্বাভাবিকভাবে ২৮টি বিভাগে ২৮ জন শিল্পীর বিজয়ী হওয়ার কথা। কিন্তু এবার বিজয়ী ৩৩ জন। তবে পুরস্কার প্রদান অনুষ্ঠানটি কবে অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত নয়।
তথ্য মন্ত্রণালয় থেকে গত ১৭ নভেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মনোগ্রামসহ ৩৩টি পাটের ব্যাগ, চেক ফোল্ডার এবং সার্টিফিকেট ফোল্ডারের টেন্ডার দেয়া হয়েছে। উপসচিব শাহানারা বেগমের স্বাক্ষর করা টেন্ডারটির দেখেই ধারণা করা হচ্ছে, এবারের বিজয়ী ৩৩ জন।
বিজয়ীদের যে তালিকাটি জুরি বোর্ড সুপারিশ করেছে, সেটির তেমন কোনো পরিবর্তন না হলে এবার ২৮টি বিভাগে পুরস্কার পাবেন ৩৩ জন। আর তা না হলে কিছু কম-বেশি হতে পারে। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি কবে অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত নয়।
চলচ্চিত্রাঙ্গনের বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছে, গায়ক, গায়িকা, অভিনেতা, অভিনেত্রী এবং সিনেমা বিভাগে শ্রেষ্ঠ শিল্পীর পুরস্কার দেয়া হবে যৌথভাবে। ২০১৯ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে থেকে বিভিন্ন শাখায় এই পুরস্কার দেয়া হবে।
ব্রেকিং নিউজ :
- সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর স্ত্রী আর নেই
- বারহাট্টায় মাদক ব্যবসা চলছে অবাধে
- তজুমদ্দিন সাংবাদিক ইউনিয়ন কমিটি গঠন।
- বারহাট্টায় দশম শ্রেণীর ছাত্রীকে কুপিয়ে হত্যা
- নিউ মার্কেটে ভয়াবহ আগুন, নিযন্ত্রণে ২৩ ইউনিট
- রাণীশংকৈলে দলিত ও আদিবাসীদের সাথে সাংবাদিকদের মতবিনিময়
- তজুমদ্দিন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ।
- ডোমারে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত
- সন্ত্রাসী হামলার প্রতিবাদে মোংলায় প্রতিবাদসভা
- থানায় জিডি করার ৫ দিন পর ভুট্টাক্ষেতে মিলল সাইফুলের লাশ
Next Post