জাতির পিতার ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতাপুর্ণ বক্তব্যের প্রতিবাদে রানিশংকৈল যুবলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
মোঃআল মামুন সিদ্দিক,রানিশংকৈল,ঠাকুরগাঁওঃ বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু প্রতিকৃতিই নয়, বাংলাদেশের প্রতিচ্ছবি” শ্লোগানকে অন্তরে ধারণ করে জাতির পিতার ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতাপুর্ণ বক্তব্যের প্রতিবাদে ও জঙ্গীবাদ, মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে রানিশংকৈল উপজেলা যুবলীগ।
মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে রানিশংকৈল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রানিশংকৈল উপজেলা যুবলীগের সভাপতি আলমগির সরকার।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মোঃ সাইদুল হক , উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃরমজান আলি, সহ আরো অনেকেই।
প্রতিবাদ সমাবেশে বক্তারা হেফাজতে ইসলামসহ বিএনপি-জামায়াত কর্তৃক জাতির পিতার ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতাপুর্ণ বক্তব্যের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানান।