Home কবিতা জাতির অভিসারী

জাতির অভিসারী

জাতির অভিসারী

কবি মোঃসাইফুল ইসলাম শামীম (কৃষিবিদ)

জাগ্রত হও জনতা,
আসছে আগামীর কান্ডারী৷
আজ যে মায়ের কোলের শিশু,
কাল যে হবে জাতির অভিসারী৷

জ্ঞান গরীমায় হবে তারা মস্ত বিদ্বান,
নতুন পথের দিশারী৷
জাগবে যত আছে উশৃঙ্খল,
দুর করবে আছে যত আঁধারি৷

সরাবে সব পথের আবর্জনা,
প্রতিষ্ঠিত করবে তারা সুশাসন৷
ধুলিত করবে তারা সব অত্যাচার,
গড়বে তারা সুখের আসন৷

ন্যায়ের পথে কঠিন হবে,
কন্ঠে বজ্র ধ্বনি,
মায়ের কোলে থেকেই দেখছে,
জনতা কেমন গড়ছে অবনী৷

জাগ্রত হও জনতা,
সময় আছে এখনও সুধরাবার৷
মুছে ফেল আছে যত কৃষ্ণতা,
নইলে যে কোলের শিশু করবে চুরমার৷

শক্তি সামর্থ্যে হবে তারা বলবান,
নতুন পথের দক্ষ আগোয়ান৷
প্রতিহত করবে সন্ত্রাস দূর্নীতি,
আগামী জাতির অভিসারী বড্ড জোয়ান৷

মিথ্যের সাথে থাকবে না কোন আপোস,
তারা হবে নিঁখুত সত্যবাদী,
নিজ গুনে প্রতিরোধ করবে আছে যত কালো,
আগামী জাতির অভিসারী বেঁচে থাক অনাদি৷

50% LikesVS
50% Dislikes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here