রুবি আক্তার, নীলফামারী প্রতিনিধিঃ
জলঢাকা উপজেলা আওতাধীন মীরগঞ্জ টু শিমুলবাড়ী ইউনিয়ন যাতায়াত প্রতিমধ্যে রাস্তার বেড়িগেট নির্মান কাজে চলছে অনিয়ম,
সিমেন্টের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে শুধু বালু
এই দায়ভার কার? এলাকাবাসীর অভিযোগ প্রদানের পর জলঢাকা উপজেলার সহকারী প্রকৌশলি রেজাউল হক ঘটনাস্হলে উপস্হিত হয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে অভিযুক্ত করেন,
ভালোভাবে পর্যবেক্ষনের ফলে দেখা যায় যে ভিত্তি স্তরের নিচে কোন প্রকারে ঢালাই ছাড়ায় সিমেন্টবাদে শুধু বালু দিয়ে কাজ চালিয়ে গেছে,যেখানে ২ ইঞ্চি ঢালাই হওয়ার কথা ছিল।
এলাকাবাসী অভিযোগ করেন যে ঘটনাস্থলে প্রশাষনের কোন উপস্থিত না থাকায় তারা অনিয়ম করার সুযোগ পায়।
সাধারন জনগন জোড় দাবি জানায় যে এ অনিয়মের জন্য তাদের শাস্তি প্রদান করা হোক।