মোঃ সাদ্দাম হোসেন চয়ন,ব্যুরো প্রধান চট্টগ্রামঃ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন (বিআইইএ) এর নোয়াখালীর সেনবাগ ও কোম্পানিগঞ্জ উপজেলার ইঞ্জিনিয়ারদের একত্রিত করার মাধ্যমে,বেকারত্ব দূরীকরণ এবং ইঞ্জিনিয়ারদের বিবিধ সমস্যা সমাধানের উদ্দেশ্যে নতুন কমিটির ঘোষনা করা হয়েছে।
তারই পরিপ্রেক্ষিতে দুইটি উপজেলায় আলাদা আলাদা করে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন স্ব স্ব উপজেলার মেয়র এবং বিশেষ অতিথী হিসেবে নোয়াখালী ফেনী কুমিল্লা শিল্পজোনের সমন্নয়কগণ এবং নোয়াখালী জেলা আহবায়ক কমিটির আহবায়ক, যুগ্ন-আহবায়ক ও সদস্যবৃন্দ।
নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও দিকনির্দেশনা দেওয়ার জন্য উপস্থিত ছিলো নোয়াখালী সদর উপজেলা কমিটির সদস্যগন। পরিশেষে নোয়াখালী সদর উপজেলার পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানানো হয়।