চুক্তিবদ্ধ হয়েছেন তিশা নতুন দুই ছবিতে

৩২

বিনোদন ডেস্কঃ
করোনার কারণে প্রায় সাত মাস অভিনয় বন্ধ রেখেছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। টিভি নাটক দিয়ে গত বছরের শেষ দিকে অভিনয়ের ফেরেন তিনি। ফেরার পর একখণ্ডের নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। সম্প্রতি দুটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হন তিশা।

প্রদীপ ঘোষের পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘ভালোবাসা প্রীতিলতা’ ছবিটি। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন এ অভিনেত্রী। এরই মধ্যে তার অংশের শুটিং শেষ হয়েছে। এ ছাড়া চলতি মাসে শুরু করেছেন নিয়ামুল মুক্তার পরিচালনায় ‘রক্তজবা’ নামের আরেকটি ছবির কাজ। ১৫ জানুয়ারি থেকে ঢাকা, চাঁদপুর ও মানিকগঞ্জের লোকেশনে এ ছবির শুটিং হয়েছে। দুটি ছবি নিয়েই উচ্ছ্বসিত তিশা। তিনি বলেন, ‘ভালো গল্প পেলে যে কোনো নির্মাতার ছবিতে অভিনয় করতে আমার আপত্তি নেই। নির্মাণচলতি দুটি ছবিই খুব সুন্দর গল্প নিয়ে তৈরি হচ্ছে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.