
মোঃ নুরনবী ইসলাম,ডিমলা প্রতিনিধি: গতকাল ০২/০১/২০২১ ইং রোজ শনিবার সকাল ১১:৩০ ঘটিকায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ডিমলা নিজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন(ইন্না-লিল্লাহী ওয়ালিল্লাহিল রাজিউন)।
শুক্রবার রাতে তার শারিরীক অবস্থার অবনতি হলে দ্রুত গতিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তার বয়স হয়েছিল ৭০(সত্তর) বছর। তিনি ২০০৮ (আনুমানিক) সালে সর্বশেষ ডিমলা নিজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকতা করা অবস্থায় অবসর গ্রহণ করেন। তিনি তার জীবদ্দশায় সমাজের আর্থ সামাজিক উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসিরা।
আজ (রবিবার) সকাল ১১:০০ ঘটিকায় তাহার নিজ বাসভুবনে(নাউতারা নিজপাড়া) নামাজে জানাজা অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবর স্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। দাফনকার্য শেষে তার বিদেহী আত্বার ফাগফেরাত কামনা করে দোয়া করা হয়।