নাজমুল হাসান নবীন,বাকেরগন্জ প্রতিনিধিঃ আসন্য ২৮ তারিখ বাকেরগন্জ পৌর নির্বাচনকে সামনে রেখে প্রতিটি স্থানে স্থানে চলছে নির্বাচনি সংলাপ।
প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে চলছে নির্বাচনি আলাপ আলোচনা। তর্ক বিতর্ক, আড্ডা চলছে প্রতিটি চায়ের দোকানে দোকানে।
মেয়র প্রার্থী নিয়ে তাদের মাথা ব্যাথা নাই। তার কারন হচ্ছে মেয়র প্রার্থী হলেন বার বার সফল মেয়র জনাব লোকমান হোসেন ডাকুয়া সে জন মানুষের মনে জায়গা করে নিয়েছে তার উন্নয়ন মুলক কাজের মাধ্যনে।
তবে মানুষের সব আলচনা ও পর্যালোচনা চলছে চায়ের দোকানে দোকানে মধ্য রাত পর্যন্ত চলছে তাদের এই নির্বাচনি সংলাপ। প্রতিটি ষ্টানে, রোডের মুখে মুখে জন মানুষের সমাগম চলছে, প্রার্থীদের নিয়ে।
জন প্রতিনিধিরা ভোটার দের বাড়ি বাড়ি গিয়ে, তাদের নানা প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। সবাই দোয়া ও ভোট চেয়ে বেড়াচ্ছেন সব কেন্ডিডেটরা।
নির্বাচনের আর মাত্র ২ দিন। জন সাধারন বাছাই করছে, কে জন দরদী?
কাকে দিয়ে হবে মাদক নির্মুল ও সমাজের উন্নয়ন!