মোঃ সাইয়েদুল সালেকীন ভূঞা,চান্দিনা উপজেলা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় ছাদে কাপড় ছড়াতে গিয়ে ৩৩ হাজার কেভি বিদ্যুতের খোলা তাঁরে স্পৃষ্টে উম্মে হাবিব (১০) নামে এক মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টায় চান্দিনা উপজেলার মাধাইয়া দক্ষিণ বাজার দারুল ইসলাম মহিলা কওমী মাদ্রাসার ছাদে বিদ্যুৎ স্পৃষ্টের পর রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ বার্ণ ইউনিটে মৃত্যু হয় তার।
মাদ্রাসা ছাত্রী হাবিবা কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংটিয়ারা গ্রামের হাবিবুর রহমান এর মেয়ে। সে ওই মাদ্রাসার আবাসিক হলে থেকে পড়ালেখা করত।
একই মাদ্রাসার একাধিক ছাত্রী জানায়- দুপুর দেড়টায় গোসল শেষে কাপড় শুকাতে ছাদে উঠে হাবিবা। ছাদের উপর বিদ্যুতের তাঁরে ভিজা কাপড় লাগতেই আগুন জ্বলে উঠে। আমরা দৌড়ে গিয়ে দেখি তার সারা গায়ে আগুন জ্বলছে।
মাদ্রাসায় কর্মরত আখের আহম্মেদ জানান- তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ বার্ণ ইউনিটে পাঠানো হয়। রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে তার