চান্দিনায় করোনা ভ্যাকসিন নিলেন উপজেলা চেয়ারম্যান-মুক্তিযোদ্ধাসহ ২০ জন

১৭

মোঃসাইয়েদুল সালেকীন ভূঞা,চান্দিনা উপজেলা প্রতিনিধি, কুমিল্লাঃ কুমিল্লার চান্দিনায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভ্যাকসিন প্রয়োগ শুরু করা হয়। রবিবার (৭ ফেব্রুয়ারি) সারা দেশের ন্যায় একযোগে চান্দিনায়ও ভ্যাকসিন প্রয়োগ করা হয়।

প্রথম দিনেই চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডা. ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ নির্মল চন্দ্র দাস, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাজী মাহমুদুল হাসানসহ মোট ২০ জন ভ্যাকসিন নিয়েছেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাজী মাহমুদুল হাসান জানান, রবিবার ভ্যাকসিন প্রয়োগের প্রথম দিনে দুই ভায়াল ভ্যাকসিনের মাধ্যমে ৩জন বীর মুক্তিযোদ্ধা, ৬জন ডাক্তার ও ১১ জন নার্স ও স্যাকমো ভ্যাকসিন নিয়েছেন।

এসময় চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ও চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.