ডেস্ক রিপোর্টঃ চাঁদের বুকে সফলভাবে অবতরন করেছে চীনের মহাকাশযান চ্যান-ই ৫, চীনের স্থানীয় সময় মংগলবার রাত ১১টার সময় যানটি চাঁদে অবতরন করে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
২৪ নভেম্বর চীনের ওয়েনচ্যান স্পেস পোর্ট থেকে লং মার্চ৫ ওয়েস রকেটে চেপে রওনা দেয় ৮.২টনের মহাকাশযানটি ৬দিন পর কক্ষপথ অতিক্রম করে চাঁদের বুকে ল্যান্ডার নামে মঙ্গলবার। এটি চন্দ্রাভিযানে আরেকটি বড় সাফল্য বলে দাবী বেইজিংএর ল্যান্ডারটি চাঁদের বুকে কয়েকদিন থেকে সবকিছু পর্যালোচনা করবে ও ২ কেজি মাটি, পাথর সংগ্রহ করবে সবকিছু ঠিক থাকলে এ মাসের মাঝামাঝি সময়ে পৃথিবীতে ফিরে আসবে। তাদের দাবি চন্দ্রাভিযান সফল হলে চাঁদের উৎপত্তি ও গঠন সমন্ধে জানতে আরো একধাপ এগিয়ে যাবে চীন।