চাঁদপুরের ছেলে চিত্রনায়ক ওয়াসিম আর নেই

২৮

মতলব উত্তর প্রতিনিধি: সত্তর ও আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক মেজবাহ উদ্দীন আহমেদ ওয়াসিম মারা গেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দী ইউনিয়নের ইন্দুরিয়া গ্ৰামের দেওয়ান বাড়ির কৃতি সন্তান।

রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শনিবার ১৭/০৪/২০২১ ইং তারিখ রাত সাড়ে ১২টায় তাঁর মৃত্যু হয় বলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান। ৭৪ বছর বয়সী ওয়াসিম কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মাসখানেক ধরে তিনি হাঁটা চলাও করতে পারছিলেন না।

১৯৭২ সালে প্রখ্যাত চিত্র পরিচালক এস এম শফীর ‘ছন্দ হারিয়ে গেলো’ চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি; সেই চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয়ও করেন।

পরবর্তীতে ১৯৭৪ সালে ‘রাতের পর দিন’ চলচ্চিত্রে মধ্য দিয়ে নায়ক হিসেবে অভিষেক ঘটে তার। সত্তর ও আশির দশকজুড়ে ফোক ফ্যান্টাসি ও অ্যাকশন চলচ্চিত্রে শীর্ষ নায়কদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।

দি রেইন, ডাকু মনসুর, জিঘাংসা, কে আসল কে নকল, বাহাদুর, দোস্ত দুশমন, মানসী, দুই রাজকুমার, সওদাগর, নরম গরম, ইমানসহ শতাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.