চল মোরা বদলে যাই

৫২

কবি মোঃ সাইফুল ইসলাম(শামীম)

চল মোরা বদলে যাই,
সত্য ন্যায়কে স্বাগত জানাই।
নিজেকে গড়ি ফুলের সৌরভে,
বিশ্বময় ছড়িয়ে দেই বুকভরা গৌরবে।

আঁধার কালো করিব ভেদ,
ধরি মোরা অসিম জেদ।
আসে আসুক বাঁধা বিপত্তি
শক্ত হস্তে চালিয়ে যাব কিস্তি।
হীরার মত হব ধার,
যেখানে দেখিব অন্যায় অবিচার,
নিরব দর্শক থাকব না আর,
কেটে কেটে করব সব ছারখার।

দুর্নীতি,দুর্নীতিবাজ,ধান্দাবাজ,
বজ্র কন্ঠে করিব আওয়াজ,
স্বমূলে তুলব টেনে আজ,
যত কঠিনই হোক তোর মাথার তাজ।

ঘুষখোর,পা চাটা গোলাম,
হুঁশিয়ার হও মোর এলাম,
সত্য ন্যায়ের শক্ত হাত,
ভেঙ্গে দিবে তোর চোয়ালের দাঁত।

ধর্ষণ,রাহাজানি,লুটতরাজ,
যারা করে সমাজে এসব কাজ,
নির্ভীক নির্ভয়ে মোরা করিব প্রতিহত,
নবজাতকের জন্য বিশ্বকে করিব সুসজ্জিত।

শাসন হোক সুশাসন,
মানব না মোরা দুঃশাসন,
প্রশাসন চলুক তার নিয়মনীতিতে,
নইলে হব উর্দ্ধত উৎখাত করিতে।

পৃথিবীকে করব মোরা বাস যোগ্য,
চিরতরে মুছে দিব আছে যত কুলাঙ্গার অযোগ্য।

চল মোরা বদলে যাই,
সত্য ন্যায়কে স্বাগত জানাই।
নবজাতকের জন্য আনিব রাঙ্গা প্রভাত,
যত আছে অন্যায় অবিচার করিব উৎখাত।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.