জাকারিয়া মাহমুদ প্রিন্স,বরিশাল প্রতিনিধিঃ গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে গনসংহতি আন্দোলন। সংগঠনের জেলা কমিটির উদ্যোগে সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা গনসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন আরিফুর রহমান মিরাজ, মারুফ আহম্মেদ, হাসিবুল ইসলাম, ইয়াসমিন সুলতানা ও জামান কবির সহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা বলেন, কোন সু-নির্দিস্ট কারন ছাড়াই গ্যাসের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে। আবারও গ্যাসের দাম বাড়ানোর পায়তারা চলছে। এতে জনগনের উপর চাপ বাড়ছে। বক্তারা গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান।