মোঃ শরিফুল ইসলাম (মিল্টন),নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ বার্ষিক এককালীন সাধারণ অনুদান প্রাপ্ত সমিতি সমূহের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসন গোমস্তাপুরের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আইজিএ প্রকল্পের ট্রেনিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল,আইজিএ প্রকল্পের ট্রেইনার শামসুন্নাহার টুম্পা প্রমূখ।
উপজেলায় মোট ৫২টি সাধারণ সমিতির মাঝে ১৫ লক্ষ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়।