ডেস্ক রিপোর্টঃ মুজিব শতবর্ষ উপলক্ষে প্রত্যেক জেলা উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঠিকানা। গৃহহীন পরিবার তাদের স্বপ্নের ঘর পাওয়ায় আনন্দ প্রকাশ করছে অনেকেই ।
কেউ আবার পাওয়ার অপেক্ষায় ।
আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার’এই স্লোগানে ভোলা জেলা সহ বিভিন্ন উপজেলায় ভূমি ও গৃহহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন উপহার পেয়েছে গৃহহীন পরিবার।
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভূমি ও গৃহহীন পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করে গৃহ নির্মাণকাজ করছে।
উপকারভোগীদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। প্রত্যেক ভূমি ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত করে ওই জমির ওপর ঘর তৈরি করে দেয়া হচ্ছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধা-পাকা সেমি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। সরকারি নির্ধারিত নকশায় সবগুলো ঘর তৈরি করা হচ্ছে। রান্নাঘর,সংযুক্ত টয়লেট, গোসল খানাসহ অন্যান্য সুবিধা রয়েছে এসব ঘরে। ফলে অসহায় পরিবারগুলো মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে। মুজিব শতবর্ষে গৃহহীনদের ঘর নির্মানের মাধ্যমে শেখ হাসিনার করা অঙ্গিকার আজ তা বাস্তবায়ন হচ্ছে।