মোঃ আতিক হাসান,গাজীপুরঃ বাবা মায়ের ইচ্ছে অনেক বড় প্রকৌশলী হওয়া, কিন্তু চাকরির বাজারে তো চাকরি নাই।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের, রায়েদ গ্রামে ছোট একটি সমন্বিত খামার গড়ে তুলেন, জনাব ফজলুল হক এর ছেলে মোঃ মামুনুর রশিদ মামুন ও তার এক বন্ধু জি এম তুহিন পিতা:জি এম হান্নান।
ছোট উদ্যোক্তা ২ বন্ধু মিলে খামার ভালোই চালাচ্ছিলেন ।
উদ্যোক্তারা একই গ্রামের হাতেম তাই নামে ওনার কাছ থেকে ভাড়া নিয়ে খামার করেন, এখন মামুন ও তুহিন দিন দিন লাভোবান হচ্ছে এগুলো সহ্য না করতে পেরে হাতেম ও তার ছেলেরা ঝামেলা করে। হঠাৎ করে মামুন ও তার বন্ধু জি এমন তুহিন কে লাঠি ও দা দিয়ে কুপিয়ে জখম করে।
এমন করে কী আমাদের দেশের তরুণ উদ্যোক্তা হারিয়ে যাবে?
গাজীপুর জেলা ও কাপাসিয়া উপজেলার প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করছি উপযুক্ত শাস্তি দিয়ে তরুণ উদ্যোক্তাদের পাশে দাঁড়াবেন।
অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।