মোঃমোকসেদুর রহমান,ডেস্ক রিপোর্টঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ ভাবে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার মুলাইদ এলাকায় আজিজ কেমিক্যাল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এছাড়া আশপাশের ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ করার জন্য কাজ করে যাচ্ছে।
আগুনের সুত্রপাত সঠিকভাবে এখনো কেউ বলতে পারতেছে না। তবে অনেক প্রত্যক্ষদর্শী বলেছেন ফ্যাক্টরির কেমিক্যাল থেকে আগুনের উৎপত্তি হয়েছে এবং আগুনের লেলিহান ছড়িয়ে পড়েছে।