গল্পের শহর ছেড়ে

৪৪

লেখক: কবি মোঃ সাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)

গল্পের শহরে এলোমেলো একটু ভাবনা,
মন খুবই কুচকানো কুচকানো,
একটু মোচড় খেটে উঠে,
যদি একটু আড়াল হওয়া যেত।

গল্পের শহর ছেড়ে,
দূরের ঐ গ্রামে,
কিবা যেখানে ঘুমায় পাহাড় হাওড় বিল,
যেখানে ঘুমায় শাপলা শালুক,

যেখানে নিস্তব্ধ মরুউদ্যান,
যেখানে দেখা যায় নীল আকাশ,
মেষের ছায়ার মত দিগন্তে মিশেছে মাটির সাথে৷
গল্পের শহরে এলোমেলো একটু ভাবনা,

হাত পা গুলো কামড়ায়,
ব্যথা দেয়,বাত ব্যথা,
বলে উঠে চিৎকার করে,
হেঁটে হেঁটে যেতে চায়,

দূরের ঐ পথে,
কিবা দু’ পাশে ঘাস মাঝে সাদা মাটি,
যেখানে দৃষ্টির দূরত্বে মাপে সীমানা।
যেখানে একটি বটতলে দুপুরে রোদের ছায়া,
যেখানে জঙ্গলের পাশে জমিনগুলোতে সতেজ ফসল,
যেখানে ডাহুক বক ময়না টিয়া দোয়েলের কলতান,
সকাল বিকাল সন্ধ্যা কিংবা রাতে৷

গল্পের শহরে এলোমেলো একটু ভাবনা,
আতকে উঠে আত্মা,
স্তম্ভিত হয় বাকশক্তি,
ফিরে পেতে চায় সে,
হারানো সেই সব কিছু,

যা আজও একটু সময়ের জন্যও ছাড়েনি পিছু৷
আজও হারিয়ে যেতে চায় মধু মাখা মায়ের কোলে,
জড়িয়ে ধরে আঁচল,ভয়ে নয় মমতায়,
সারা বেলা থাকিতে ব্যাকুল,
ঘাট ভরা স্নানে মানুষের ব্যস্ততা,
এপাড় ওপাড় সব পাড়ে কোলাহল,
যা গল্পের শহরে নেই,
তাই গল্পের শহর ছেড়ে ঐ দূরে পথে৷

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.