কবি মোঃসাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)
লোকাল বাসে বসে,
দেদারছে গল্প চলে,
গল্প ছলে বহু কথা,
বন্ধুটা নতুন বলে৷
দুরত্বটা খুব নয়,
ঘন্টা দেড়েকের হবে,
বন্ধুটা বেশ বড় মাপের,
পাশে এসে বসল সবে৷
ততমত খেয়ে গেলাম
মুখে ছিল পান,
এটাই হল বদ অভ্যাস,
ছাড়তে পারলে বাঁচে প্রান৷
শুনে মুচকি হেসে বলে বন্ধু,
সমস্যা নেই, খাওয়া ভাল পান,
তবে যদি থাকে জর্দা আর পাতা,
নিষেধ একেবারে বলল কথা।
মিথ্যা আমি পারতপক্ষে বলি না,
পানের সাথে জর্দাও খাই,
একটু বিষন্নতায় কাটছে দিন,
অভ্যাসটাও হইছে তাই৷
বন্ধুটাও ছিল বেশ
ঘৃনার ছোঁয়া নাহি ছিল,
লোকাল বাসে চলতে চলতে,
এক যুগের গল্প বলা হলো শেষ।
গল্পের মুলে যা ছিল,
সৎ আর সততা,
এখন খুব কম সংখ্যক,
শুনে সত্যের কথা৷
আজ আসি এ বেলা,
গল্প হবে মেলা,
বন্ধুও জোটে না একবেলা,
শুধুই গন্তব্যে নামার পালা৷