গরীবের অল্পেই তুষ্টি

৩৬

কবি মোঃসাইফুল ইসলাম শামীম (কৃষিবিদ)

সাঁয়েরা আর সাহানা,
কোলে দুটি ছাগল ছানা৷
পরের বাড়ি করে কাজ,
ছানা দুটি কিনেছে আজ৷

তারা দু’জন মা আর মেয়ে,
আনন্দ আজ বইছে হ্নদয়ে৷
রাস্তার বাঁকে ছিল দাঁড়িয়ে
ভীষণ খুশি বাহনটা পেয়ে৷

তাদের বারঘরিয়া বাড়ি,
ছানা দুটি রাখছে বুকে চেপে ধরি৷
গায়ে বুলাচ্ছে হাত আলতু ভাবে,
চিন্তা,কতক্ষণে বাড়ি যাবে৷

মেয়ে বলছ,ওরা বিছানায় থাকবে,
ভাত খুদি আরও কত কি খাওয়াবে৷
মা মেয়ের চলছে কথোপকথন,
একে অপরের খুবই আপন৷

মুখে অন্তর থেকে আসছে হাসি,
আজ তারা যে ভীষন খুশি৷
কষ্ট করে কয়টা টাকা জমায়,
দুটি ছানা কিনেছে পঁচিশ শত টাকায়৷

ছানা দুটিই আজ তাদের বড় ধন,
মা মেয়ে আদর করবে ভরে মন৷
অবুঝ প্রাণী তুমি আজ ধন্য,
আদরে আদরে জীবন হবে পূর্ণ৷
অগাধ ধন দৌলত নেই যার,
দুটি ছানা কিনেও পূর্ণ তুষ্টি তার৷

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.