খাদ্য গুদামকে দান করল ১১০ শতক জমি- এমপি রমেশ সেন

২৭

মোঃমোকসেদুর রহমান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া খাদ্য গুদামের প্যাডি সাইলো স্থাপনের জন্য রুহিয়া এলএসডিকে ১১০ শতক জমি দান করলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি)।

বুধবার সন্ধ্যায় লিখিতবাবে এ জমি দান করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, খাদ্য বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

রুহিয়া থানা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু জানান, দেশব্যাপী প্যাডি সাইলো নির্মানের অংশ হিসেবে রুহিয়া থানা এলএসডি-তে প্যাডি সাইলো নির্মানের জন্য বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি ১১০ শতক জমি খাদ্য অধিদপ্তরকে দান করলেন। অত্র অঞ্চলের আপামর জনগণ তাঁর এ কর্মকান্ড আজীবন স্বরণীয় করে রাখবে।

এমপি রমেশ চন্দ্র সেন বলেন, যেহেতু রুহিয়ায় প্রচুর পরিমাণ ধান উৎপাদন হয় তাই এই এলাকার কৃষক ও সাধারণ মানুষের জন্য এই সাইলো সুফল বয়ে আনবে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

নির্মিতব্য প্যাডি সাইলোর কারণে এ এলাকার কৃষক সমাজ ও সাধারন জনগনের মাঝে আনন্দের বন্যা বইছে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.