মোঃ শরিফুল ইসলাম (মিল্টন),নাচোল, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে’র নাচোলে খাদ্যের নিরাপদতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা খাদ্য নিরাপদতা কর্মকর্তা শামীম আহম্মেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.আলী হোসেন শামীম,আবাসিক প্রাণী সম্পদ কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন অফিসের কর্মকর্তা,স্থানীয় গণমাধ্যমকর্মী, হোটেল, ফল ও মুরগী ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।