আশরাফুল সুমন
অতলের গভীর থেকে টেনে তুলে আনে জল
আপেক্ষিকতার নিয়মে মিলে যায় বাতাসের স্বর!
খানিকটা বিস্ময়কে সঙ্গী করি,
কিছুটা অনুভবের অনুভূতি ছুঁয়ে যায়,
পরক্ষণেই টের পাই প্রেমের টান,
মন করে আনচান।
সময়কে দেখছি
বড্ড বেহায়ার সাজে,
নির্লিপ্ত আত্মাভিমানে
চেয়ে চেয়ে চলে যায় গন্তব্য পেরিয়ে।
ভয় নাহয় রাজপথের সংবাদ
ছিলে হয়ত ধূসরদীপ হয়ে
কে বা নিয়েছি কার আত্মঘরের সংলাপ!
মৃত্যু কে খুব কাছ থেকে দেখেছি
কেবলই চেয়ে চেয়ে চলে যায় গন্তব্য পেরিয়ে।
আলোকচিত্র : মোরশেদ খান